নভেম্বর ১০, ২০১১

জোনায়েদ সাকি'র বক্তব্য

ঢাকা-সুনেত্র লঙ-মার্চে ২৯ অক্টোবর ২০১১, ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে গন-সংহতি আন্দোলনের সমন্বয়ক, জোনায়েদ সাকি'র বক্তব্যটি অডিও ফরম্যাটে সংযোজন করা হলো। এতো অল্প সময়ের ভেতর পুজিঁবাদ, বিশ্ব রাজনৈতিক প্রেক্ষাপট ও সাম্রাজ্যবাদী আগ্রাসনের দিক সহ বাংলাদেশের প্রধান রাজণৈতিক দলসমূহের চরিত্র বিশ্লেষন করে দেয়া জোনায়েদ সাকির এই বক্তব্যটি নিসন্দেহে অসাধারন। আমি এতে বাংলাদেশের রাজনীতিতে অনিবার্য প্রধান ধারাটির সূচনা দেখতে পাচ্ছি।