নভেম্বর ১২, ২০১১

Enimies of Reason: Richard Dawkin

অজ্ঞানতা যখন ছাপিয়ে যায় জ্ঞান'কে,অবিবেচনা যখন ছাপিয়ে যায় সুবিবেচনাকে তখনই প্রয়োজন হয়ে পড়ে রুখে দাড়াবার, প্রতিবাদ করার। দেখিয়ে দেয়া দরকার হয়, যেমনটি রিচার্ড ডওকিন দেখিয়েছেন এখানে, কিভাবে কুসংস্কার কারো অন্ধবিশ্বাস,কারো সচেতন চর্চা ও কারো সুচতুর ব্যবসায়িক কৌশলের মাধ্যমে ছাপিয়ে যাচ্ছে যুক্তির রোশনাই ও তার দৃশ্যমান প্রমান।দৃশ্যমান বাস্তবতা'কেও তাই ছেঁকে নেয়া প্রয়োজন যুক্তির ছাঁকুনিতে।