নভেম্বর ১৬, ২০১১
Know About Stockholm Syndrome
মাঝে-মধ্যে আমার মনে হয় আমাদের দেশের দল আর নেতারা কোন এক মোহময়তায় আমাদের দেশের লোকদের আচ্ছন্ন করে রেখেছেন। অনেকটা সাইকোলজির 'স্টকহোম সিন্ড্রোম' এর মতো, যেখানে জিম্মি'রা মুক্তির পাবার পরও ডাকাত-গুন্ডা-লুটেরা'দেরই গুণ-কীর্তন করে। এফবিআই বলছে আমেরিকায় শতকরা ২৭ জন জিম্মি এরকম আচরন করে। আমার মনে হয় বাংলাদেশে ঊল্টো হবে, শতকরা ৭৩ জনই 'স্টকহোম সিন্ড্রোম' এ আক্রান্ত। তা নইলে কেন আমরা এই নেতাদেরই তল্পিবহন করে চলছি। 'স্টকহোম সিন্ড্রোম' নিয়ে দুটো ভিডিও সহ একটা প্লে-লিস্ট লিঙ্ক দিলাম। প্রথমটি সাইকোলজির ব্যাখ্যা, পরেরটি 'স্টকহোম সিন্ড্রোম' এর প্রয়োগ আছে এরকম একটি ছবি; যার নামই Stockholm Syndrome, ২০০৮ সালে মুক্তিপাওয়া এই ছবিটির পরিচালক Ryan Cavalline। হরর মুভি আর বাচ্চাদের না দেখাই ভালো। তবে নামটাই সার, পুরো ছবিটা দেখার পর মনে হবে নামটাই ভুল দিয়েছে পরিচালক। ওই ব্যাটাদের'তো স্কুলের পরীক্ষায় 'নাম করনের সার্থকতা' আলোচনা করতে হতো না। ছবিটার আইএমডিবি রেটিং কিন্তু খুবই খারাপ, ৩.৫, ছবিটা দেখে আমাকে যেন কেউ না বকেন তাই আগে-ভাগেই জানিয়ে দিলাম। Click here to visit wikipedia article on Stockholm Syndrome