ডিসেম্বর ১১, ২০১১

নুন এতো যে মিষ্টি হয় জানা ছিলো না!

নুন খেলে গুন গাইতে হয় এটা আমরা সবাই জানি। কিন্তু প্রশ্ন হলো কত নুন খেয়েছেন আমাদের দেশের নেতারা? ভারতীয়রা নদীতে বাধ দিয়ে আমাদের পানি সরিয়ে আমাদের দেশকে মরুভূমি বানিয়ে ফেলার চক্রান্ত করতে থাকলেও আমাদের নেতারা তাদের নুন চাটতেই থাকবেন? নুন এতো যে মিষ্টি হয় জানা ছিলো না!

এই সব নুন চাটা রাজনীতিবিদ'গণ দেশ নিয়ে ছিনিমিনি খেলার অধিকার কোথায় পেলেন? ভোট জিতে পার্লামেন্টে যেতে পারা মানেই কি দেশ নিয়ে যা ইচ্ছে তাই করার স্বাধীনতা? রাজনীতিবিদ্গন কত আর নতজানু হবেন। আমরা পানিতে শুকিয়ে মরব এটা ভারতীয়'রা স্বীকার করলেও আমাদের নেতারা ভারতেরই গুন গাইবেন?এরাই আবার দেশপ্রেম নিয়ে বড়াই করেন। ধিক আমাদের নুন খেকো রাজনীতিকদের!