
কোরাস (Chorus) মৃণাল সেনে'র ১৯৭৪ সনে করা ছবি। বিদ্যমান সমাজ-রাষ্ট্র কাঠামোর ব্যর্থতা'কে বিদ্রুপ করে চলচিত্রায়িত। গভীর রাজনীতি মনষ্ক ছবি। পুরো ছবিটা গড়ে উঠেছে কিছু টুকরো গল্পে'র দুর্দশাগ্রস্থ মানুষের আকাঙ্খা ৩০,০০০ চাকুরী প্রার্থীর আকাঙ্খার সাথে মিশে গিয়ে,যেখানে শ্রমিক-কৃষক সব একাট্টা শোষকের বিরুদ্ধে। যারা পাল্টে দিতে চায় বিদ্যমান অচল ব্যবস্থা। চরিত্র চিত্রায়ন, দৃশ্যকল্প আর সিনেমাটোগ্রাফী অসাধারন। Occupy Wall Street Movement ও আরব দেশ সমূহের গণ-আন্দোলনের প্রেক্ষিতে এ ছবিটি দারুন প্রাসঙ্গিক। ছবিটি শ্রেষ্ঠ বাংলা ছবি হিসাবে 'স্বর্ণকমল' পুরস্কার অর্জন করে।
ছবিটির একটি পুর্নাঙ্গ রিভিও পাবেন এখানেঃ Chorus -A Satire by Mrinal Sen Subhajit Ghosh